কাশ্মিরে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৮:২৬ এএম
কাশ্মিরে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ

অবরুদ্ধ জম্মু-কাশ্মির উপত্যকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সৌরা এলাকায় জুম্মার নামাজ শেষে হাজারও সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ থেকে এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন স্থানীয়রা। জবাবে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।

এদিকে বিবিসি অনলাইন জানায়, সংঘর্ষে কতজন আহত হয়েছেন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। কারণ গ্রেফতার এড়াতে বেশিরভাগ আহত নাগরিকই হাসপাতালে যাননি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের আংশিক স্বায়ত্বশাসন তুলে নেয় ভারত সরকার। এরপর থেকেই শুরু হয় উত্তেজনা।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর