ট্রাম্প-মোদির দীর্ঘ ফোনালাপ


নিউজ ডেস্ক: প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ১০:০১ পিএম
ট্রাম্প-মোদির দীর্ঘ ফোনালাপ

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে মোদি ফোনে কথা বলেছেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ৩০ মিনিটের কথোপকথন হয়েছে মোদির। ফোনালাপে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছ।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ‌‘তিনি (নরেন্দ্র মোদি) ট্রাম্পের সঙ্গে সন্ত্রাসবিরোধী পরিবেশ তৈরি, সহিংসতা এবং কোনো ধরনের অজুহাত ছাড়া আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বর্জনের বিষয়ে কথা বলেছেন। তিনি এ বিষয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্টের কাছে।’

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর