২ বাংলাদেশির মৃত্যু, কলকাতায় ব্যবসায়ীর ছেলে আটক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ১১:৩৪ এএম
২ বাংলাদেশির মৃত্যু, কলকাতায় ব্যবসায়ীর ছেলে আটক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুইজন বাংলাদেশি নাগরিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ি চালক আর্সালান পারভেজকে (২২)। শনিবার বিকেলে তাকে গ্রেফতার করে শেক্সপিয়ার থানা পুলিশ।

কলকাতার বিরানি হাউজ আর্সালানের মালিকের ছেলে আর্সালান পারভেজ। বাংলাদেশিদের কাছেও অনেক জনপ্রিয় এই রেষ্টুরেন্টটি।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১টা ৫০ মিনিটে শেক্সপিয়ার সরণিতে যে গাড়িটি সজোরে ধাক্কা মারে এবং সে কারণেই মৃত্যু হয় বাংলাদেশি দুই পর্যটকের। এ ঘটনায় গাড়ির চালক শেখ আর্সালান পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত ফারজানা ইসলাম তানিয়া ও মাঈনুল আলমের মরদেহ দেশে আনা হয়েছে।

রোববার সকাল ৯টায় ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দুটি বাংলাদেশে প্রবেশ করে।

নিহত ফারজানা ইসলাম তানিয়া কুষ্টিয়ার খোকসা উপজেলার চান্দুর গ্রামের মুন্সি আমিনুল ইসলামের মেয়ে। তিনি বাবা মায়ের দুই মেয়ের মধ্যে বড় ছিলেন। তার মৃতদেহ গ্রহণ করেন চাচাতো ভাই আবু ওবায়দা শাফিন। ফারজানা ইসলাম তানিয়া সিটি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে রাজধানীর ধানমণ্ডি শাখায় কর্মরত ছিলেন।

অপরদিকে মাঈনুল আলম ঝিনাইদহের ভুটিয়ারগাতি গ্রামের কাজী খলিলুর রহমানের ছেলে। তিনি গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃতেদহ গ্রহণ করেন চাচাতো ভাই জিহাদ আলী।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর