হংকংয়ে রেলস্টেশনে অতর্কিত হামলায় আহত ৪৫ (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ১২:৩১ পিএম
হংকংয়ে রেলস্টেশনে অতর্কিত হামলায় আহত ৪৫ (ভিডিও)

হংকংয়ে বেশ কিছু মুখোশধারী অস্ত্র নিয়ে একটি রেলস্টেশনে অতর্কিতে হামলা চালিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টায় দেশটির ইউয়েন লং এলাকায় অবস্থিত রেলস্টেশনে এ হামালার ঘটনা ঘটে।

বিবিসি জানায়, রোববার রাতে বেশ কিছু মুখোশধারী ব্যক্তি ইউয়েন লংয়ের এমটিআর স্টেশনে যায়। তাদের প্রত্যেকের হাতেই অস্ত্র ছিল। একপর্যায়ে তারা স্টেশন ও ট্রেনের বগির ভেতরে থাকা মানুষকে আক্রমণ করতে শুরু করে। এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন। ঠিক কী উদ্দেশে বা কোন বিক্ষোভের জেরে এ হামলার ঘটনা ঘটে, তার সুরাহা হয়নি এখন পর্যন্ত। হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি হংকং পুলিশ।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গো নিউজ২৪/এমআর

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর