ত্রিভুবনের রানওয়ে থেকে ফের ছিটকে পড়লো বিমান


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ১২, ২০১৯, ০৫:২৮ পিএম
ত্রিভুবনের রানওয়ে থেকে ফের ছিটকে পড়লো বিমান

নেপাল থেকে কাঠমাণ্ডু পৌঁছে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান। দুর্ঘটনার পর বন্ধ রয়েছে নেপালের ত্রিভুবন বিমানবন্দর। দুর্ঘটনা কবলিত বিমানটিতে ৬৬ জন যাত্রী ছিল।

শুক্রবার অবতরণের সময় রানওয়ে থেকে ১৫ মিটার দূরে ছিটকে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। এতে অন্তত দু’জন আহত হয়েছেন। 

ত্রিভুবন বিমানবন্দরের মহা-ব্যবস্থাপক রাজ কুমার ছেত্রী বার্তাসংস্থা এএফপি’কে বলেন, দুর্ঘটনা কবলিত বিমানটিতে সরিয়ে বিমানবন্দর ফের চালু করতে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।

তবে ভারি বৃষ্টিতে ওই এলাকা কর্দমাক্ত হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে।

সঙ্গত, গত বছরের মার্চে ইউএস বাংলার একটি উড়োজাহাজ ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫১ জনের প্রাণহানি ঘটে। দেশটিতে ফ্লাইট নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতায় মাঝেমধ্যেই উড়োজাহাজ দুর্ঘটনার খবর আসে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর