ব্রিটিশ ট্যাঙ্কার আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলো ইরান


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ০৫:৫৬ পিএম
ব্রিটিশ ট্যাঙ্কার আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলো ইরান

পারস্য উপসাগরে কয়েকটি ইরানি বোট একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারকে আটকের করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। 

বুধবার পারস্য উপসাগরে ইরানি জলসীমার কাছে এ ঘটনা ঘটেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালীর উত্তর দিকের প্রবেশ মুখে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর বলে ধারণা করা পাঁচটি বোট তেলবাহী জাহাজ ব্রিটিশ হ্যারিটেজকে থামতে বলে, কিন্তু একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ তাদের সতর্ক করলে তারা সরে পড়ে।

সেখানে থাকা রাজকীয় নৌবাহিনীর এইচএমএস মন্ট্রোজ (যুদ্ধজাহাজ) তাদের বন্দুকগুলো ওই বোটগুলোর দিকে তাক করে রেডিও মারফত তাদের সতর্ক করে, এরপর তারা সেখান থেকে চলে যায়, বলেছেন এক মার্কিন কর্মকর্তা। এটি হয়রানি এবং ওই প্রণালীতে বিঘ্ন সৃষ্টির চেষ্টা, বলেছেন আরেক মার্কিন কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে ব্রিটিশ তেল ট্যাঙ্কারকে আটকের চেষ্টার কথা অস্বীকার করেছেন ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের বরাতে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, পারস্য উপসাগরে ব্রিটিশ ট্যাংকার আটকের কোনো চেষ্টা করেনি ইরান।

জাভেদ বলেন, ব্রিটিশ তেল ট্যাংকারটি ওই এলাকা অতিক্রম করেছে, এটিই বাস্তবতা। এরপর থেকে যা কিছু বলা হচ্ছে এগুলোর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। এমন কোনো ঘটনা ওই এলাকায় ঘটেনি।

উল্লেখ্য, জিব্রাল্টার উপকূলে ব্রিটিশ রাজকীয় মেরিন ইরানি সুপার-ট্যাঙ্কার গ্রেস ১ জব্দ করার প্রায় এক সপ্তাহ পর এ ঘটনাটি ঘটল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওই ট্যাঙ্কারটি ইরান থেকে সিরিয়ায় অশোধিত তেল নিয়ে যাচ্ছে সন্দেহে সেটি আটক করে তারা। এই ট্যাঙ্কার আটকের ঘটনায় ব্রিটেনকে ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর