ধর্মীয় অনুষ্ঠানে হঠাৎ প্রচণ্ড ঝড়, ১৪ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ১০:২৭ এএম
ধর্মীয় অনুষ্ঠানে হঠাৎ প্রচণ্ড ঝড়, ১৪ জনের মৃত্যু

রাজস্থানে ধর্মীয় একটি অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে প্যান্ডেল ভেঙে ওই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম জানায়, বারমের জেলার জাসোল গ্রামের একটি স্কুল মাঠে ধর্মীয় অনুষ্ঠানের জন্য তাবু টাঙিয়ে প্যান্ডেল নির্মাণ করা হয়। অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দেন। প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে এক পর্যায়ে প্যান্ডেল ভেঙে পড়ে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।

অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর