মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি মারা গেছেন


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুন ১৭, ২০১৯, ১০:৩৫ পিএম
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি মারা গেছেন

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি মারা গেছেন। সোমবার আদালতে তিনি মারা যান বলে জানিয়েছে আরব নিউজ। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, দেশের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সোমবার আদালত চলাকালীন সময়ে পড়ে যান এবং এর কিছুক্ষণ পর সেখানে মারা যান। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আদালতের রায় শুনে মুরসি হতাশ হয়েছিলেন বলেও সংবাদে বলা হয়।২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থীতার আবেদন মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন।

উল্লেখ্য, ২০১২-র মার্চ-এপ্রিল নাগাদ দেশের প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুসরির বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদে নামেন দেশের একাংশ। এর জেরে ২০১৩ সালে তাকে ক্ষমতা থেকে উৎখাত করে মিশরের সেনাবাহিনী। আব্দেল ফতাহ অল-সিসি তখন সেনাপ্রধান। পরে তিনিই মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

এরপর ২০১৫ সালে মুরসিকে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দেন মিশরের একটি আদালত। অভিযোগ, তার নির্দেশেই ২০১২ সালে বিদ্রোহ দমনের নামে দেশের প্রতিবাদী জনগণের উপর নির্যাতন চালায় প্রশাসন। এ নিয়ে আরও কয়েকটি আদালতে মামলা চলছিলো।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর