কৃষ্ণাঙ্গের ঘরে শ্বেতাঙ্গ শিশু, বিশেষজ্ঞরা বললেন ৩ কারণ


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুন ১৫, ২০১৯, ০৬:৪৩ পিএম
কৃষ্ণাঙ্গের ঘরে শ্বেতাঙ্গ শিশু, বিশেষজ্ঞরা বললেন ৩ কারণ

প্রথম যখন মেয়েকে দেখেছিলেন তখন একটু চমকেই গিয়েছিলেন তিনি। ঠিক দেখছেন তো? এমনটাই জানালেন অ্যাঞ্জেলা লেবরো। তার কথায় তার সদ্যোজাত শিশুটি 'মিরাকেল বেবি'। 

নাইজিরিয়ায় বাসিন্দা অ্যাঞ্জেলা। তার স্বামীও নাইজিরিয়ান। কিন্তু ঘটনাচক্রে তাদের মেয়ে ফুটফুটে সাদা। নীল চোখ। 

বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন অ্যাঞ্জেলা। 

এদিকে বাবা হয়ে খুবই খুশি বেন লেবরো। তিনি বলেছেন, আমার স্ত্রীর বয়স ৩৫ বছর। নানারকম শারীরিক সমস্যা ছিল তার। তবে সন্তান জন্মের পর স্ত্রী ও মেয়ে উভয়েই সুস্থ আছে। 

তারা মেয়ের নাম রেখেছেন নামাচি। তবে জিন বিশেষজ্ঞরা এই ঘটনার পেছনে তিনটি কারণের কথা বলেছেন। হতে পারে ওর জিনের পুরোপুরি মিউটেশন ঘটে গিয়েছে। এমনও হতে পারে ওর পূর্বসুরীরা কেউ সাদা চামড়ার অধিকারী ছিলেন। 

এছাড়াও পিগমেন্টের অভাবজনিত কারণেই ওর চামড়ার রং সাদা এমন,সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না। পরে হয়তো তা পরিবর্তিত হয়ে কালোও হতে পারে, এমন কথাও তারা বলেছেন।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর