পরাজয়ের দায় নিয়ে কংগ্রেস নেতার পদত্যাগ


নিউজ ডেস্ক: প্রকাশিত: মে ২৪, ২০১৯, ০৪:৪৫ পিএম
পরাজয়ের দায় নিয়ে কংগ্রেস নেতার পদত্যাগ

ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে দলের ভরাডুবির জেরে পদত্যাগ করলেন কংগ্রেস নেতা রাজ বব্বর। শুক্রবার কংগ্রেসের উত্তরপ্রদেশের এই সভাপতি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে দলীয় সভাপতি রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে ৬৩টিতে জয়ী হয়েছে নরেন্দ্র মোদির বিজেপি। নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যে কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। তার জন্য নৈতিক দায় কাঁধে নিয়ে শুক্রবার পদ ছাড়ার সিদ্ধান্ত নেন রাজ বব্বর।

বিজেপি নেতা রাজকুমার চাহার ৬ লাখ ৬৭ হাজারের বেশি ভোট পেয়ে ফাতেহপুর সিক্রি আসনটি দখলে নিয়েছেন। অন্যদিকে রাজ বব্বরের ঝুলিতে এসেছে ১ লাখ ৭২ হাজার ভোট।

এছাড়া কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে তার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আমেথিতে পরাজিত করেছেন বিজেপির স্মৃতি ইরানি। বারাণসীতে ৪ লাখ ৭৯ হাজার ৫০৫ ভোটে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রায় বরেলীতে সনিয়া গান্ধীর জয় তবু কংগ্রেসকে খানিক স্বস্তি দিয়েছে। কিন্তু মোটের ওপর রাজ্যে তারা কোণঠাসা।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর