এভারেস্টে ট্রাফিক জ্যাম!


নিউজ ডেস্ক: প্রকাশিত: মে ২৪, ২০১৯, ০৪:০৯ পিএম
এভারেস্টে ট্রাফিক জ্যাম!

ভালো আবহাওয়ার সুবিধা নিয়ে চীন ও নেপাল দুই প্রান্ত থেকে ২০০-এর বেশি পর্বতারোহী এভারেস্টের চূড়ায় ওঠার অভিযান শুরু করেছে। এরফলে একবারে অনেক বেশি মানুষ হয়ে যাওয়ার কারণে চূড়ায় উঠতে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতায় পর্বতারোহীদের ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা করে থাকতে হচ্ছে। তৈরি হয়েছে লম্বা লাইন। এতে পর্বতারোহীদের ফ্রস্টবাইট ও উচ্চতাজনিত অসুস্থতার ঝুঁকি বেড়ে গেছে বহুগুণ। 

এদিকে এভারেস্টে চূড়ায় উঠতে গিয়ে চলতি মৌসুমে আরও দু’জনের মৃত্যু হয়েছে। 

এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রাণ হারানোর তালিকায় সর্বশেষ যাদের নাম যোগ হয়েছে তাদের একজন আমেরিকান ও একজন ভারতীয়। 

ছবি তোলার সময় চূড়া থেকে পড়ে প্রাণ হারান ৫৫ বছর বয়সী মার্কিন নাগরিক ডোনাল্ড লিন ক্যাশ। আর চূড়ায় পৌঁছে নেমে আসার সময় মারা যান ভারতীয় নাগরিক অঞ্জলী কুলকার্নি, তার বয়সও ৫৫ বছর।

এ দু’জনকে দিয়ে চলতি মৌসুমে এভারেস্টে নিহতের সংখ্যা দাঁড়াল চারে। গত সপ্তাহে আরও এক ভারতীয়র প্রাণ গেছে। এছাড়া চূড়ার খুব কাছ থেকে পড়ে এক আইরিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর