ফলাফল দেখে হার্ট অ্যাটাকে মৃত্যু কংগ্রেস নেতার


নিউজ ডেস্ক: প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৫:৫৬ পিএম
ফলাফল দেখে হার্ট অ্যাটাকে মৃত্যু কংগ্রেস নেতার

ভারতের লোকসভা নির্বাচনে ভরাডুবির ইঙ্গিত পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কংগ্রেস নেতা রতন সিং ঠাকুর। বৃহস্পতিবার সকাল থেকে দেশটিতে ভোট গণনা শুরু হয়েছে। এতে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভূমিধস জয়ে দ্বিতীয় মেয়াদে আবারো ক্ষমতায় আসছে। 

ভারতীয় একটি দৈনিক বলছে, বৃহস্পতিবার যখন ভোট গণনা চলছিল সেই সময় গণনা কেন্দ্রেই ছিলেন শোহোর জেলার কংগ্রেস সভাপতি রতন সিং ঠাকুর। সেখানেই অসুস্থতা বোধ করেন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, লোকসভা ভোটের ফল দেখেই বুকে ব্যথা অনুভব করেন রতন সিং। নির্বাচনের ফল তিনি মেনে নিতে পারছিলেন না।

ভোটের উত্তেজনা ও হারের ধাক্কা সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হন। গণনা কেন্দ্রেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা গুরুতর দেখে দলের কর্মীরা রতন সিংকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর