অরুণাচলে বিদ্রোহীদের হামলায় বিধায়কসহ নিহত ১১


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৫:৪৩ পিএম
অরুণাচলে বিদ্রোহীদের হামলায় বিধায়কসহ নিহত ১১

ভারতের উত্তপূর্বাঞ্চলের অরুণাচলে বিদ্রোহীদের হামলায় এক বিধায়কসহ ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভারতীয় পুলিশ এমন তথ্য দিয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। 

অরুণাচলের তিরাপ জেলার বোগাপানি গ্রামে মঙ্গলবার এ হামলা ঘটনা ঘটে ।

আনন্দবাজার জানায়, প্রায় ২০ জন আততায়ী ঘিরে ফেলে পশ্চিম খোনসা বিধানসভার বিধায়ক তিরং আবো এবং তার সঙ্গীদের। প্রত্যেকের হাতেই ছিল অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল। তিরং এবং তার সঙ্গীদের ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরং এবং তার ১০ সঙ্গীর।

তিরাপের জেলা প্রশাসক পি এস থুঙ্গন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আততায়ীদের হাতে বিধায়কসহ ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন(খাপলাং) গোষ্ঠীকে সন্দেহ করছে। 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর