হিমালয়ান ভায়াগ্রা ‘কিদা জদি’ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ


নিউজ ডেস্ক: প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৪:০৮ পিএম
হিমালয়ান ভায়াগ্রা ‘কিদা জদি’ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ

‘হিমালয়ের ভায়াগ্রা’ হিসেবে পরিচিত ‘কিদা জদি’ সংগ্রহ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে লড়াই তীব্র হয়েছে। এর প্রেক্ষিতে প্রশাসনকে জরুরি অবস্থার ১৪৫ ধারা জারি করতে হয়েছে। 

ভারতের উত্তরাখন্ডের পিথেরাগড়ে এ ঘটনা ঘটেছে। 

সেখানে উঁচু পাহাড়ি এলাকায় জন্ম নেয় এক রকম ঘাস। একে `কিদা ঘাস' নামেও অভিহিত করা হয়। এই ঘাস স্থানীয়দের কাছে বহু মূল্যবান। কারণ, আন্তর্জাতিক বাজারে এর প্রচুর দাম। বাইরের বিশ্ব একে ভায়াগ্রা হিসেবে ব্যবহার করে থাকে। 

গত কয়েক বছরে বুই এবং পাটো গ্রামের লোকজন দু’পক্ষই দাবি করছে রালাম এবং রাজরামভা তৃণভূমি তাদের সম্পদ। এখান থেকে সংগ্রহ করা হয় কিদা জদি। কিন্তু কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এবারও ওই এলাকায় কিদা জদি সংগ্রহ করতে যান। এ নিয়ে লড়াই বেধে যায় তাদের মধ্যে। ফলে সেকানে ১৪৫ ধারা জারি করা হয়েছে। 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর