‘জিন্নাহ প্রধানমন্ত্রী হলে দেশ ভাগ হতো না’


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: মে ১৩, ২০১৯, ০৯:৪৪ এএম
‘জিন্নাহ প্রধানমন্ত্রী হলে দেশ ভাগ হতো না’

ঢাকা: বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট গ্রহণ হয়েছে রোববার। এবার মাত্র সাত দফার ভোট বাকি। তারপরই জানা যাবে আগামী পাঁচ বছর দিল্লির দখল থাকছে কোন দলের হাতে। এরই মাঝে বিতর্ক উস্কে দিলেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা রাতলাম কেন্দ্রের প্রার্থী গুমমান সিং।

বিজেপির এই নেতা বলেন, ‘পণ্ডিত জহরলাল নেহরু যদি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা না করতেন তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন। আর সেটা সম্ভব হলে দেশভাগের প্রয়োজন পড়ত না। দেশ স্বাধীন হওয়ার সময় নেহরু যদি প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে জোড়াজুড়ি না করতেন তাহলে দেশভাগের পরিস্থিতি তৈরি হত না। জিন্না ছিলেন একজন আইনজীবী এবং শিক্ষিত ব্যক্তি। তিনি প্রধানমন্ত্রী হলে দেশভাগ হত না। দেশভাগের সম্পূর্ণ দায়িত্ব কংগ্রেসের।

বিজেপির প্রার্থী গুমমান সিং

মধ্যপ্রদেশের এই বিজেপি নেতা এমন মন্তব্য করলেও এর আগে থেকেই তার দল এ ধরনের বক্তব্যকে প্রকাশ্যে নিয়ে আসে। বস্তুত এবারের লোকসভা নির্বাচনের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে জাতীয় সুরক্ষা এবং দেশপ্রেম। এই দুটো বিষয়কে সামনে রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। এরই মাঝে বিজেপির নেতার মন্তব্যের পর পরিস্থিতি কোন দিকে যায় তার ওপরই সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, আগামী ১৯ মে সপ্তম দফা ভোটের মধ্য দিয়ে শেষ হবে সাত ধাপের এ ভোটগ্রহণ কার্যক্রম। গণনা শেষে ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে।

এর আগে ১১ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়। এরপর ১৮ এপ্রিল দ্বিতীয় দফা, ২৩ এপ্রিল তৃতীয় দফা, ২৯ এপ্রিল চতুর্থ দফা ও ৬ মে পঞ্চম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর