মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়লো বাংলাদেশের বিমান


নিউজ ডেস্ক: প্রকাশিত: মে ৮, ২০১৯, ০৭:৫০ পিএম
মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়লো বাংলাদেশের বিমান

মিয়ানমারের বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বৈরি আবহাওয়ার ফলে মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে বলে মিয়ানমার টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।এর আগে বিকাল ৩ টা ৪৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

 ছিটকে পড়লো বিমান

প্রতিবেদনে বলা হয়েছে, অবতরণের সময় এস২-এজিকিউ-বোম্বারডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে।  

মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মমকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ড্যাশ-৮ উড়োজাহাজটি  ৭৪ জন যাত্রী ধারণে সক্ষম।

 ছিটকে পড়লো বিমান

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বিমানটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৪ জন আরোহী ছিলেন। ৩০ জন আরোহীর মধ্যে একজন শিশু, পাইলট ও কেবিন ক্রু ছিলেন আরও চারজন।এদের মধ্যে আহত ১৯ জনকে ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর