সৌদিতে ৩৭ জনের শিরশ্ছেদ, একজনকে ক্রুশবিদ্ধ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৯, ০৯:৫৮ পিএম
সৌদিতে ৩৭ জনের শিরশ্ছেদ, একজনকে ক্রুশবিদ্ধ

একদিনে ৩৭ জনের শিরশ্ছেদ করা হলো সৌদি আরবে। গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের শিরশ্ছেদ করা হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদসংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদে জড়ানো, চরমপন্থী মতাদর্শ পোষণ, সন্ত্রাসী সেল গঠন ও দেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার দায়ে অভিযুক্তদের শিরশ্ছেদ করা হয়েছে। একজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছে।

ক্রুশবিদ্ধ

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে কমপক্ষে ১০০ জনের শিরশ্ছেদ করা হলো। গত বছর তেল সমৃদ্ধ এই দেশটিতে বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত অন্তত ১৪৯ জনের শিরশ্ছেদ করা হয়।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর