ভারতে ঝড়, বজ্রপাতে ৪৮ ঘণ্টায় নিহত ৬৪


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ১০:৩০ এএম
ভারতে ঝড়, বজ্রপাতে ৪৮ ঘণ্টায় নিহত ৬৪

ঢাকা: ঝড়ের তাণ্ডবে ভারতের বিভিন্ন রাজ্যে ৪৮ ঘণ্টায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। যার বেশিরভাগই রাজস্থান ও মধ্যপ্রদেশে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

গণমাধ্যম সূত্রে, বেশিরভাগই মারা গেছেন বজ্রপাত, ঝড়ে গাছ পড়ে ও বিদ্যুতায়িত হয়ে। এর মধ্যে রাজস্থানে ২৫ জন, মধ্যপ্রদেশে ২১ জন, গুজরাটে ১০ জন নিহতের খবর পাওয়া গেছে।

এছাড়া ঝড়ে ফলস নষ্ট, প্রচণ্ড বৃষ্টির সঙ্গে শিলা পড়ার খবর জানা গেছে মধ্যপ্রদেশ, পাঞ্জাবসহ আশপাশের এলাকা থেকে।

এদিকে গত সোমবার থেকে শুরু হওয়া বৈরী আবহাওয়া বুধবার দিনভর অব্যাহত থাকার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। আবহাওয়া বৈরী হওয়ায় বাতিল করা হয়েছে বিভিন্ন রাজ্যের ফ্লাইট।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর