চলন্ত বাইকের নিচে জ্বলছে আগুন, অতঃপর...


নিউজ ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৯, ০৪:০৫ পিএম
চলন্ত বাইকের নিচে জ্বলছে আগুন, অতঃপর...

মহাসড়কে ছুটে চলছে বাইক। বাইকের পেছনে জ্বলছে আগুন। কিন্তু সেদিকে চালক কিংবা পেছনে বসে থাকা আরোহী কারোরই খেয়াল নেই। নিজের মনে ছুটিয়ে চলেছেন বাইক। তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশের একটি গাড়ি। বাইকের পেছনে আগুন জ্বলছে দেখে দ্রুত গতিতে বাইকের কাছে পৌঁছায় ওই পুলিশের গাড়িটি। তারপর বাইক থামিয়ে আগুন নেভায় পুলিশ। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই দুই বাইক আরোহী।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে। এটাওয়া জাতীয় সড়কে টহলদারির সময় আগুন জ্বলা বাইক ছুটে যাওয়ার দৃশ্য দেখতে পায় উত্তরপ্রদেশ পুলিশ। তারাই ধাওয়া করে বাইকটিকে থামায়। বাইক চালককে সতর্ক করে। আগুন নেভাতেও সাহায্য করেন।

পুলিশের তৎপরতার জন্যই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাইক আরোহীরা। বাইকের আগুন লাগার ঘটনায় ভিডিও নিজেরদের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তৎপরতার সঙ্গে জীবন বাঁচানোর জন্য নেটিজেনদের প্রশংসাও পাচ্ছেন তারা। 

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর