রকেট হামলায় ইসরাইলি বাড়ি ধ্বংস, পাল্টা হামলার ঘোষণা


নিউজ ডেস্ক: প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০৪:১৪ পিএম
রকেট হামলায় ইসরাইলি বাড়ি ধ্বংস, পাল্টা হামলার ঘোষণা

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে চালানো রকেট হামলায় ইসরাইলের একটি বাড়ি ধ্বংস হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। খবর বার্তাসংস্থা রয়টার্স।

পুলিশ ও চিকিৎসা সেবাদাতারা জানিয়েছে, সোমবার ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরাইলের অভ্যন্তরে এই রকেট হামলা চালনো হয়।

এরপর ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

এদিকে রকেট হামলার পর সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার তিনি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করবেন। 

তার অফিস থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কয়েক ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করব এবং এরপর আমি কাছ থেকে অভিযান পরিচালনার জন্য ইসরাইলে ফিরে আসব।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের বলে ঘোষণা দেন। এর পরেই ইসরাইলে এ হামলা চালানো হলো।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর