পাকিস্তান দিবসে বিশেষ বার্তা মোদির


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: মার্চ ২৩, ২০১৯, ০৯:০২ এএম
পাকিস্তান দিবসে বিশেষ বার্তা মোদির

ইমরান খানকে পাকিস্তান দিবসের শুভেচ্ছাবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে পাক দূতাবাসে পাকিস্তান দিবস অনুষ্ঠান বয়কট করেছে ভারত সরকার। ওই অনুষ্ঠানে কাশ্মীরি স্বাধীনতাকামীদের আমন্ত্রণ জানানোয় বয়কটের সিদ্ধান্ত বলে জানিয়েছে নয়াদিল্লি।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটবার্তায় দাবি করে বলেন, তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। যদিও নয়াদিল্লির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

ইমরান টুইটারে দাবি করেছেন, পাকিস্তান দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছাবার্তা পেলাম। সন্ত্রাস ও হিংসার পরিবেশ থেকে উপমহাদেশকে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, উন্নত ও প্রগতিশীল অঞ্চল করার লক্ষ্যে কাজ করতে হবে।

ইমরান খান লেখেন, প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তাকে স্বাগত জানাচ্ছি। পাকিস্তান দিবসের উদযাপন করছি আমরা। সব ধরনের বিষয় বিশেষ করে কাশ্মীর নিয়ে সংলাপের সময় বলে মনে করি। এবং আমাদের দেশবাসীর জন্য শান্তি ও উন্নতির সম্পর্ক স্থাপন করা দরকার।

গো নিউজ২৪/এমআর

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর