কলকাতায় হঠাৎ কালবৈশাখী ঝড়, ২ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: মার্চ ২২, ২০১৯, ০৯:২৬ পিএম
কলকাতায় হঠাৎ কালবৈশাখী ঝড়, ২ জনের মৃত্যু

হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নগর জীবন। ঝড় ও বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের আবহাওয়া দফতর ঝড়ের গতিবেগ হিসাব করে এটিকে কালবৈশাখী ঝড় হিসেবে অভিহিত করেছে। বেশ কিছু অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার শেষ বিকেলে ঝড়, বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও আশপাশের এলাকাগুলোতে। হঠাৎ ঘন মেঘে ঢেকে যায় আকাশ। সঙ্গে মেঘের গর্জন। আবহাওয়া দফতর জানিয়েছে, কালবৈশাখী এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিলোমিটার।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার উপর দিয়ে ঝোড়ো বাতাস থেকে কালবৈশাখীর উৎপত্তি। কলকাতাসহ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও আবার ঝোড়ো হাওয়া বইতে পারে।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর