জনসম্মুখে ঘনিষ্ঠ মেলামেশা, ৫ জুটিকে প্রকাশ্যে বেত্রাঘাত


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০১৯, ১১:৫৬ এএম
জনসম্মুখে ঘনিষ্ঠ মেলামেশা, ৫ জুটিকে প্রকাশ্যে বেত্রাঘাত

জনসম্মুখে আলিঙ্গন করা, হাত ধরা ও শারীরিক সম্পর্কের দায়ে বেত্রাঘাত করা হলো ইন্দোনেশিয়ার একাধিক অবিবাহিত জুটিকে।

স্থানীয় সময় বুধবার পাঁচ জুটিকে মসজিদের বাইরে চার থেকে ২২ বার বেত্রাঘাত করা হয়।

আর্ন্তজাতিক গণমাধ্যম দ্য মেইলের এক প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে, বুধবার বান্ডা আচে শহরের ধার্মিক পুলিশ ওই পাঁচ জুটিকে আলিঙ্গন ও হাত ধরতে দেখে আটক করেন। আচে শহরের ইসলামিক আইন অনুযায়ী, সেখানে বিবাহোত্তর শারীরিক সম্পর্ককে ঘোরতর অপরাধ হিসেবে দেখা হয়।

বুধবার মসজিদের বাইরে তাদেরকে শাস্তি দেওয়ার সময় শিশুসহ শত শত দর্শক উপস্থিত হন এবং পুরো প্রক্রিয়াটি তাদের মুঠোফোনে আবদ্ধ করেন।

শাস্তি দেওয়ার সময় শারিয়া কর্মকর্তা (যিনি বেত্রাঘাত করেন) মুখে মুখোশ পরে নেন এবং অপরাধীদের ব্যথায় জর্জরিত করেন। এ সময় এক নারীকে বিবাহোত্তর শারীরিক সম্পর্ককের অপরাধে বেত্রাঘাত করা হয়।

এ সময় উপস্থিত এক শারিয়া কর্মকর্তা বলেন, আমরা বিশ্বাস করি ভবিষ্যতে এমন ধরনের ঘটনা আর ঘটবে না। এটা খুবই হতবুদ্ধিকর।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর