ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের মরদেহ হস্তান্তর শুরু


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ১১:৩৪ এএম
ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের মরদেহ হস্তান্তর শুরু

নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নৃশংস হামলায় নিহতদের পরিবারের কাছে শুরু হয়েছে মরদেহ হস্তান্তর। তবে এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি কোন বাংলাদেশির মরদেহ।

বেসামরিক জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিচালক সারাহ স্টুয়ার্ট জানান, প্রত্যেক পরিবারের দাবি পূরণের শতভাগ চেষ্টা চালাচ্ছি আমরা। স্পর্শকাতর বিষয়টিতে যেনো ত্রুটি না থাকে তা নজরে রাখা হচ্ছে।

এদিকে নারকীয় এই হামলার ৫ দিন পর আজই খুলে দেয়া হলো ক্রাইস্টচার্চের আল-নূর এবং লিনউড মসজিদ।

স্থানীয়সময় মঙ্গলবার সকালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মসজিদে প্রবেশ করেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতারা।

এর আগে তদন্তকাজের জন্য মসজিদ এলাকার কয়েক কিলোমিটার এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঘেরাও ছিলো। তবে খুলে দেয়ার পর এখন থেকে আগের মতোই মসজিদগুলোয় নামাজ আদায় করা যাবে।

প্রসঙ্গত, গত শুক্রবার জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কের মসজিদ আল নূর ও শহরতলী লিনউডের মসজিদে হামলা চালায় বন্দুকধারী। এই ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়েছে, গুলিবিদ্ধ আরো ৪৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর