অনিশ্চয়তায় ব্রেক্সিট: থেরেসার বিশাল পরাজয়


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৯, ০৮:৫৩ এএম
অনিশ্চয়তায় ব্রেক্সিট: থেরেসার বিশাল পরাজয়

নিউজ ডেস্ক: ব্রেক্সিট চুক্তি অনুমোদন প্রশ্নে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটিতে হেরে গেলেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

মঙ্গলবার রাতে দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে চুক্তির পক্ষে ভোট পড়েছে ২০২টি এবং চুক্তির বিপেক্ষ ভোট পড়ে ৪৩২টি।

থেরেসা রক্ষণশীল দলের অনেক এমপি, লেবার পার্টি, ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টিসহ অন্যান্য বিরোধী দলের অনেক এমপি চুক্তির বিপক্ষে ভোট দেন।

ভোটাভুটির পর বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, এই পরাজয় সরকারের জন্য বড় বিপর্যয়কর।

এখন থেরেসা সামনে দুটি পথ খোলা আছে। একটি হলো তিন দিনের মধ্যে পার্লামেন্টে নতুন আরেকটি চুক্তির খসড়া তোলা, অন্যটি ইইউর দেওয়া চূড়ান্ত সময়সীমা ২৯ মার্চ থেকে আবার বাড়িয়ে নেওয়া। আর তা না হলে আগামী ২৯ মার্চ এর রাতেই ইউরোপের ২৭টি দেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে বড় ধরনের সঙ্কটে পড়তে হবে যুক্তরাজ্যকে।

ভোটে হারার পর থেরেসা মে ঘোষণা দিয়েছেন, সরকারের বিরুদ্ধে আস্থা ভোটকে স্বাগত জানাবেন তিনি। বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর