যুক্তরাষ্ট্রে গেলেন রবার্ট মিলার


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৯, ১১:১০ এএম
যুক্তরাষ্ট্রে গেলেন রবার্ট মিলার

ঢাকা: দায়িত্ব নেয়ার ১ মাস ১০ দিনের মাথায় ওয়াশিংটনে গেলেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। বুধবার নিজ দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দফতরের জরুরি আলোচনা বা কনসালটেশনের জন্য নতুন বছরের শুরুর দিকে রাষ্ট্রদূতকে ডাকা হতে পারে। সেখানে আমেরিকান রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনও রয়েছে।

এছাড়া বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক আলোচনার কর্মসূচিও রয়েছে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আগামী ২২ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ডেভিড হ্যালের সঙ্গে তার এ বৈঠকের সূচি নির্ধারণ রয়েছে।

প্রসঙ্গত, ঢাকায় মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হয়ে গত বছরের ২৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

গো নিউজ২৪/এমআর

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর