‘গাজা’র আঘাতে তামিল নাড়ুতে নিহত ৬


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৮, ১১:৪২ এএম
‘গাজা’র আঘাতে তামিল নাড়ুতে নিহত ৬

ঘূর্ণিঝড় ‘গাজা’র আঘাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে ৬জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে তামিল নাড়ু উপকূলে আঘাত হানে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গাজা’। 

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন কুদ্দালোর এবং চারজন থানজাভুরের বাসিন্দা। এছাড়া অন্তত ৮১ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

চেন্নাই আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বিভিন্ন এলাকায় ক্রমাগত বর্ষণ হচ্ছে। ঝড় ও প্রবল বর্ষণের কারণে অনেক এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। 

এদিকে জানমালের নিরাপত্তায় বিভিন্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। বন্ধ রয়েছে ট্রেন সার্ভিসও। গাছপালা উপড়ে বন্ধ রয়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে অনেক এলাকায়। 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর