শ্রীলঙ্কার পার্লামেন্টে হুলুস্থুল কাণ্ড(ভিডিও)


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৮, ১১:০৬ এএম
শ্রীলঙ্কার পার্লামেন্টে হুলুস্থুল কাণ্ড(ভিডিও)

শ্রীলঙ্কার পার্লামেন্টে রাজাপাকসের এই দাবির পর দেশটির সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা হাতাহাতি, কিল-ঘুষি ও বোতল ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন।

বৃহস্পতিবার পার্লামেন্টে রাজাপাকসের দাবি ছিলো, শুধুমাত্র কণ্ঠ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়ে ক্ষমতাচ্যুত করার অধিকার স্পিকারের নেই। এমন দাবির পরই লঙ্কাকাণ্ড ঘটলো দেশটির পার্লামেন্টে। 

রাজাপাকসে সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট পাস হওয়ার একদিন পর সংসদ সদস্যদের হাতাহাতির এ ঘটনা ঘটলো। বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশন শুরুর পর স্পিকার কারু জয়াসুরিয়া বলেন, দেশে বর্তমানে কোনো সরকার নেই। কোনো প্রধানমন্ত্রীও নেই সেটা রাজাপাকসে অথবা তার কোনো প্রতিদ্বন্দী যিনিই হন না কেন।

স্পিকারের এই মন্তব্যের বিরোধীতা করে রাজপাকসে বলেন, দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত ছিল। এ ধরনের গুরুত্বপূর্ণ একটি বিষয় শুধুমাত্র কণ্ঠভোটে পাস হওয়া উচিত নয়। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী অথবা মন্ত্রিসভার সদস্য নিয়োগ অথবা ক্ষমতাচ্যুত করার ক্ষমতা স্পিকারের নেই। বুধবার দেশটির পার্লামেন্টে ২২৫ সংসদ সদস্যের মধ্যে ১২২জন তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে।

এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় ইউনাইটেড ন্যাশনাল পার্টির সংসদ সদস্যরা এগিয়ে এলে। সরকারি ও বিরোধীদলীয় প্রায় ৩ ডজন সংসদ সদস্য আঘা ঘণ্টা ধরে হাতাহাতি, কিল-ঘুষিতে জড়িয়ে পড়েন। এসময় রাজাপাকসের পক্ষের সদস্যরা স্পিকার জয়াসুরিয়াকে লক্ষ্য করে পানির বোতল, বই ও ক্যান ছুড়ে মারেন। তবে ইউনাইটেড ন্যাশনাল পার্টির সদস্যরা ঘিরে রাখায় কোনো ধরনের আঘাত পাননি স্পিকার। পরে সংসদ অধিবেশন মূলতবি ঘোষণা করেন জয়াসুরিয়া।

ভিডিও দেখতে ক্লিক করুন...

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর