ভারতে সচিবালয়ে চিতাবাঘ!


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৮, ১০:৪৭ এএম
ভারতে সচিবালয়ে চিতাবাঘ!

নিউজ ডেস্ক: প্রশাসনিক সদর দফতর সচিবালয়ে মন্ত্রী-আমলাদের উপস্থিতি থাকার কারণে সেখানে নেওয়া হয় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা। সেই চৌকস নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সোমবার সচিবালয়ে ঢুকে পড়ে জলজ্যান্ত এক চিতাবাঘ। । বাঘ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সচিবালয় এলাকায়।

এ ঘটনা ভারতের গান্ধীনগরে গুজরাট সরকারের সচিবালয়ে।

সোমবার ভোরে সচিবালয়ে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। প্রথম দেখতে পান পুলিশের এক কনস্টেবল। সিসিটিভি ফুটেজেও দেখা যায়, বন্ধ দরজার তলা দিয়ে গলে সচিবালয়ের ক্যাম্পাসে ঢুকছে চিতাবাঘ।

খবর পেয়ে বন অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে চিতাবাঘটি গা ঢাকা দিয়েছে। বন অধিদফতরের কর্মীরা গোটা বিধানসভা চত্বরে কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছেন বাঘটি ধরতে। আনাচে-কানাচে চিতা বাঘের খোঁজ চালাচ্ছেন। তবে পায়ের ছাপ দেখে বা অন্য কোনও সূত্র থেকে তারা নিশ্চিত করে বলতে পারেননি, চিতাবাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে, নাকি এখনও সচিবালয় চত্বরেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে।

সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে বন অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত খাবারের টানেই লোকালয়ে চলে আসে চিতাবাঘটি। সূত্র: আনন্দ বাজার

গো নিউজ২৪/এমআর 

 

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর