মিয়ানমারের সেনাদের উপর অবরোধ অস্ট্রেলিয়ার


নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ০৩:৫৮ পিএম
মিয়ানমারের সেনাদের উপর অবরোধ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের বিচার বহির্ভূত হত্যা, গণধর্ষণ, গ্রাম পুড়িয়ে দেওয়াসহ নানা অপরাধে আন্তর্জাতিক নিন্দা ও সমালোচনার মুখে পড়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

মিয়ানমারের দক্ষিণ-পূর্বের রাখাইন রাজ্য থেকে ২০১৬ সালের পর প্রায় ১০ লাখ রোহিঙ্গা নৃশংস নির্যাতনের স্বীকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রোহিঙ্গা মুসলমানদের ওপর এমন বর্বরোচিত নির্যাতনের দায়ে মিয়ানমারের সেনাবাহিনীর পাঁচ উচ্চ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার দেশটির সরকার এই নিষেধাজ্ঞা জারি করে। এর আগে মিয়ানমার সেনাবাহিনীর ওপর অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

অস্ট্রেলিয়া সরকার জানায়, তারা মিয়ানমার সেনাবাহিনীর ওই পাঁচ সদস্যের সম্পত্তি বাজেয়াপ্ত করবে। অবরোধের খড়গে পড়া সেনা কর্মকর্তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন, যিনি রোহিঙ্গাদের নির্যাতনের জন্য একটি বিশেষ অভিযানের অনুমোদন দেন বলে অভিযোগ রয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন জানান, অবরোধের আওতায় পড়া মিয়ানমারের সেনা কর্মকর্তারা হলেন- অং কিয়ো ঝ, মং মং সো, অং অং, থান ও এবং খিন মং সো। তারা ‘তাদের অধিনস্ত ইউনিটের মাধ্যমে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী’।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, এই পাঁচ সেনা কর্মকর্তার অস্ট্রেলিয়া ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গোনিউজ২৪/এআরএম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর