পর পর তিনটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কানাডা


নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৮, ০৩:৪১ পিএম
পর পর তিনটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কানাডা

একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কানাডা। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও পর পর তিনটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আতঙ্কে দেশটির মানুষ।

সূত্রে জানা যায়, একটি থেকে অপরটির সময়ের পার্থক্য ছিল মাত্র কয়েক মিনিট। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮, ৬ দশমিক ৬ ও ৬ দশমিক ৫।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এতে ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা নেই। পরবর্তীতে এ সংক্রান্ত তথ্য পেলে তারা জানাবে।

প্রথম ভূমিকম্প আঘাত হানে ভ্যাংকুভার দ্বীপের উত্তরপূর্বাঞ্চলে পোর্ট হার্ডি থেকে ২১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে।

দ্বিতীয়টি রেকর্ড হয় অপেক্ষাকৃত একটু কম গভীরে। তবে এটি ছিল প্রথমটির চেয়ে শক্তিশালী (৬ দশমিক ৮)। তৃতীয়টি ছিল ৬ দশমিক ৫ মাত্রার। এটি রেকর্ড হয় পোর্ট হার্ডি থেকে প্রায় ২২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এছাড়া ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

গোনিউজ২৪/এআরএম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর