ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৮, ০৮:২৫ এএম
ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে

ঢাকা: দাশেরার রাবণের কুশপুত্তলিকা পোড়ানোর সময় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রায় ৬০ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভারতে পাঞ্জাবের চৌরি এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে ৬০ জনের মতো মৃতের আশঙ্কা করা হলেও এ সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনায় কয়েকশ মানুষ আহত হয়েছে। উদ্ধারকারী ও নিরাপত্তারক্ষীরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইনের পাশে দাঁড়িয়ে দাশেরার রাবণের কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছিল। রেললাইনের পাশে সেই রাবণ পোড়ানো দেখতে দাঁড়িয়ে ছিলেন কয়েক হাজার মানুষ।

এ সময়ে বাজির আগুন ছিটকে আসতে থাকায় দর্শকরা সরে গিয়ে রেললাইনের ওপর উঠে যায়। কিন্তু তখন আপ এবং ডাউন দুই লাইনেই এক্সপ্রেস ট্রেন আসছিল।

ফলে দর্শকরা কোনো দিকেই সরে যেতে পারেনি। দুটি ট্রেনই হাজার হাজার মানুষের ওপর দিয়ে চলতে থাকে। এতে ঘটনাস্থলেই ৫০ জনের মতো মানুষ কাটা পড়ে নিহত হয়।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর