নির্বাচনী জোট নিয়ে মন্তব্য করবে না দিল্লি; ভারতের হাইকমিশন


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৮, ০২:৪৫ পিএম
নির্বাচনী জোট নিয়ে মন্তব্য করবে না দিল্লি; ভারতের হাইকমিশন

ঢাকা: বাংলাদেশের নির্বাচনী জোট নিয়ে দিল্লি কোনো ধরনের মন্তব্য করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় তারা।

বৃহস্পতিবার দুপুরে সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ও প্রতিবেশী দেশের গণতন্ত্রের প্রতি আস্থাশীল আমরা। সে কারণেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই।

বাংলাদেশের ঐক্য প্রক্রিয়া ও নির্বাচনী জোট নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমরা গণতন্ত্র বিকাশ চাই। গণতন্ত্র নিয়ে কথাও বলতে পারি। তবে বাংলাদেশের নির্বাচনী জোট নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর