এলাহাবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্তে নতুন করে উত্তাপ


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮, ১২:২০ পিএম
এলাহাবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্তে নতুন করে উত্তাপ

ঢাকা: ভারতের সবথেকে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর এলাহাবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্তে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গণে। বিজেপি সরকারের এ পদক্ষেপে ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যেও।

মঙ্গলবার, উত্তর প্রদেশ রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকের পর আসে এ ঘোষণা। ভারতের সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ এবং হিন্দু তীর্থভূমি খ্যাত এলাহাবাদের নাম প্রয়াগরাজ করার সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

১৫৭৪ সালে মোঘল সম্রাট আকবর শহরটির নাম প্রবর্তন করেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাসস্থানও ছিল এ শহরে। অভিযোগ উঠেছে- মুসলিম নাম বলে ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের অপতৎপরতার অংশ, এই নাম পরিবর্তন।

উল্লেখ্য, এই শহরটি ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে এটি প্রায় ৬৫০ কিলোমিটার দক্ষিন-পূর্বে অবস্থিত। ষোড়শ শতাব্দিতে মুসলিম মুঘল শাসনামলে এ শহরটির নাম এলাহাবাদ করা হয়। প্রয়াগরাজ শব্দটি দ্বারা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র গঙ্গা নদী ও যমুনা নদীর মিলনস্থলকে বুঝায়। এই মিলনাস্থলের হিন্দুদের মহা-উৎসব কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বছরের জানুয়ারি মাসে এ মেলা আয়োজন করা হয়। সর্বশেষবার প্রায় ১০ কোটি মানুষ এ মেলায় অংশ নিয়েছিল।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর