ফের পিছয়ে ৯ নভেম্বর সালাউদ্দিনের মামলার রায়


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৮, ০১:৪১ পিএম
ফের পিছয়ে ৯ নভেম্বর সালাউদ্দিনের মামলার রায়

ঢাকা: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলায় রায় আবারো পেছাল। আগামী ৯ নভেম্বর রায়ের নতুন তারিখ ঠিক করা হয়েছে।

এ নিয়ে শিলংয়ের আদালতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের রায় ঘোষনার দিনে ৫ম বারের মতো এ তারিখ পেছান হল।

গত ২৫ জুন শিলং আদালত ১৩ আগস্ট রায়ের তারিখ ঘোষনা করে। কিন্ত পরে সেই তারিখ পিছিয়ে ২৮ সেপ্টেম্বর ও পরে ১৫ অক্টোবর ঠিক করেন আদালত।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে অপহৃত হন সালাহউদ্দিন আহমেদ। ১১ মে ভোরে তাকে শিলংয়ের গলফ লিংক এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সেখান থেকে নিয়ে মেঘালয়ের মানসিক স্বাস্থ্য ও নিউরো সায়েন্সেস ইনস্টিটিউটে (মিমহানস) ভর্তি করা হয়। পরে আচরণ স্বাভাবিক মনে হলে সেখান থেকে সালাহউদ্দিনকে নিয়ে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। ভারতে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ১২ মে তাকে গ্রেফতার করে মেঘালয় পুলিশ।  

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর