নওয়াজের আকস্মিক মুক্তির নেপথ্যে কী রহস্য?


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৮, ০২:৩৬ পিএম
নওয়াজের আকস্মিক মুক্তির নেপথ্যে কী রহস্য?

ঢাকা: দুর্নীতির দায়ে অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এ আকস্মিক কারামুক্তিতে কারণ খুঁজছেন অনেকে। তবে পর্যবেক্ষকরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রিয়াদ সফরকে এর কারণ হিসেবে মনে করছেন।

মঙ্গলবার ইমরান খান অনেকটা লোকচক্ষুর আঁড়ালেই সৌদি আরব সফরে যান। তার পরই বুধবার সকালে পাকিস্তানের আদালত নওয়াজ শরিফের মুক্তির প্রক্রিয়া সহজ করে রায় দেন।

বুধবার বিকালে মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মাদ সফদার।

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে ইমরান খান 

জানা গেছে, মঙ্গলবার মদিনা-মুনাওয়ারা সফর করেন এবং বুধবার সকালে জেদ্দায় সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী ইমরান খান।

সৌদি গণমাধ্যমে এসব বৈঠকের খবর প্রচারিত হলেও আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বুধবার সকালে ইমরান খান যখন সৌদি রাজার সঙ্গে সাক্ষাৎ করেন, তখন পাকিস্তানের সর্বোচ্চ আদালত নওয়াজ শরিফের আটকাদেশ স্থগিত করে জামিনে তার মুক্তির রায় দেন।

নওয়াজের সমর্থকদের উল্লাস

আদালতের রায়ের পর আদালত কক্ষ ও এর বাইরে উপস্থিত নওয়াজের সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। তারা নওয়াজের পক্ষে নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, দুর্নীতির দায়ে গত ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছর, মরিয়মকে সাত বছর ও সফদারকে এক বছরেরর কারাদণ্ডাদেশ দেন আদালত। ১২ জুলাই নওয়াজ ও মরিয়ম লন্ডন থেকে লাহোরে ফিরলে তাদের গ্রেফতার করা হয়। নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছিলে তারা।

গো নিউজ২৪/এমআর  

 

 

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর