১২ ঘন্টার প্যারোলে মুক্ত নওয়াজ-মরিয়ম   


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৮, ১২:৩৩ পিএম
১২ ঘন্টার প্যারোলে মুক্ত নওয়াজ-মরিয়ম   

ঢাকা: স্ত্রীর দাফনে অংশ নিতে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এছাড়া একই সময়ের জন্য প্যারোলে মুক্তি পাবেন নওয়াজ কন্যা মরিয়ম এবং তার স্বামী সফদর।

পাঞ্জাবের প্রাদেশিক প্রশাসনের এক বিবৃতিতে তাদের প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে অবস্থা বিবেচনা করে পাকিস্তান আইন অনুযায়ী এ সময় ৭২ ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।

এর আগে মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ। ২০১৭ সালের জুন মাস থেকে লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন কুলসুম।

বৃহস্পতিবার কুলসুমের মৃতদেহ লাহোরে পৌঁছবে। শুক্রবার বাদ জুমা জানাযা শেষে লাহোরের রাইওয়ান্ডের জাতি উমরায় শরিফ পরিবারের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

গো নিউজ২৪/এমআর  

আন্তর্জাতিক বিভাগের আরো খবর