হাসপাতালের ১৬ নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৮, ১১:১২ এএম
হাসপাতালের ১৬ নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা

ঢাকা: যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের মেসা এলাকার একটি হাসপাতালের ১৬ জন নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। তারা সবাই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্মরত।

একই বিভাগের এত সহকর্মী একসঙ্গে সন্তানপ্রত্যাশী হওয়ায় বেশ বিপাকে পড়েছে ব্যানার ডেসার্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করলে তা গণমাধ্যমের নজরে আসে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাসপাতালটির মোট নার্সের ১০ শতাংশ নিবিড় পরিচর্যা কেন্দ্রে কর্মরত। সহকর্মীরা বলছেন, এতজন নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি রোগীদের নজরেও এসেছে।

আরো পড়ুন: হেলিকপ্টারে উদ্ধারের পর জন্ম দিলেন ফুটফুটে সন্তান 

তবে একসঙ্গে এত নার্স অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় রসিকতা করেছেন কেউ কেউ। সংবাদ সম্মেলনে এক নার্স রসিকতা করে বলেন, হয়তো হাসপাতালের পানিতে কিছু মেশানো হয়েছিল অথবা ক্রিসমাসের ছুটিতে সবাই একসাথে অন্তঃসত্ত্বা হওয়ার পরিকল্পনা করেছিলেন।

১৬ জন নার্সের একজন হলেন রোশ্যালে শেরম্যান। তিনি বলেন, আমরা আগে বিষয়টি জানতাম না। একটি ফেসবুক গ্রুপে অংশ নেওয়ার পর থেকে এটি আমাদের নজরে আসে। তখন দেখা যায় আমরা সবাই একই অবস্থায় আছি। শেরম্যান একমাস পরেই সন্তান জন্ম দেবেন।

তবে এই ১৬ জন কাজ বন্ধ রাখেননি। হাসপাতালে ঠিকই দায়িত্ব পালন করছেন। শিগগিরই ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তাঁরা।

গো নিউজ২৪/এমআর

এ সম্পর্কিত আরও সংবাদ


আন্তর্জাতিক বিভাগের আরো খবর