প্রেসিডেন্ট পদে আলভীকে মনোনয়ন দিলেন ইমরান খান


অনলাইন ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ১০:৩৬ পিএম
প্রেসিডেন্ট পদে আলভীকে মনোনয়ন দিলেন ইমরান খান

পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রাজনীতিবিদ আরিফ আলভীকে পছন্দ ইমরান খানর। ইতোমধ্যে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। 

শনিবার পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী সংবাদমাধ্যমকে এ খবর জানান।

পেশায় দন্ত চিকিৎসক আরিফ আলভী পাকিস্তান-তেহরিক-ইনসাফের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ইমরান খানের সবচেয়ে আস্থাভাজন হিসেবে তিনি প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেয়েছেন।

গত বৃহস্পতিবার (১৬ আগস্ট) পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটিতে ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেয়। 

কমিশনের ঘোষণা অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থীরা ইসলামাবাদ ও চার প্রদেশে (বালুচিস্তান, খাইবার পাখতুনখওয়া, পাঞ্জাব ও সিন্ধ) প্রিসাইডিং অফিসারের কাছে আগামী ২৭ আগস্ট দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 

এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৯ আগস্টের মধ্যে। ৩০ আগস্ট দুপুর ১২টার মধ্যে প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। একই দিন দুপুর ১টায় ঘোষণা হবে বৈধ প্রার্থীদের নাম।

এরপর ৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় পরিষদ ও চার প্রাদেশিক পরিষদে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে। এতে ভোট দেবেন জাতীয় পরিষদের সদস্য ও প্রাদেশিক পরিষদের সংশ্লিষ্ট সদস্যরা।

বর্তমানে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন ৭৭ বছর বয়সী মামনুন হুসাইন। নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ ক্ষমতায় আসার পর ২০১৩ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রের প্রধান পদে দায়িত্ব নেন মামনুন।

 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর