ইমরান খানের নতুন ইনিংস শুরু (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০২:০১ পিএম
ইমরান খানের নতুন ইনিংস শুরু (ভিডিওসহ)

ঢাকা: পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইমরান খান। দেশটির প্রেসিডেন্ট ভবনে শনিবার সকাল ১০টায় তাকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট মামনুন হুসাইন।

ঐতিহ্যবাহী কালো শেরওয়ানি পরে হাস্যজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এই নেতা। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে সরাসরি সম্প্রচারিত হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান।

শপথ বাক্যে ইমরান খান পাকিস্তানের প্রতি সত্যিকারের বিশ্বাস রেখে যথাযথ দায়িত্বপালন, সার্বভৌমত্ব, সততা, সংহতি বজায় রেখে দেশের সুখ ও সমৃদ্ধির জন্য সর্বোচ্চ শ্রম দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে, প্রেসিডেন্ট ভবনে পৌঁছালে ইমরান খানকে গার্ড অব অনার দেওয়া হয়। শপথ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং পরে কোরান থেকে তেলাওয়াত করে শোনানো হয়। আনুষ্ঠানিক শপথ গ্রহণ শেষে বিভিন্ন নথিতে স্বাক্ষর করেন ইমরান খান।

দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করতে ইমরানকে প্রায় ২২ বছর অপেক্ষা করতে হয়েছে। ১৯৯৬ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন। এর মাত্র চার বছর আগে অর্থাৎ ১৯৯২ সালে বিশ্বকাপে জয়ী হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন।

গত মাসে ইমরান খানকে ফোন করে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় দু'দেশের মধ্যে শান্তি এবং উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা। এর আগে ভোটে জিতে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ আহ্বান জানান ইমরান। তিনি বলেন, আপনারা এক কদম এগিয়ে এলে আমরা দুই কদম এগিয়ে যাব।

গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পিটিআই একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার সরকার গঠনের সুযোগ পায়। এরপর গতকাল শুক্রবার ছোট ছোট দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

গো নিউজ২৪/এমআর

এ সম্পর্কিত আরও সংবাদ


আন্তর্জাতিক বিভাগের আরো খবর