রোহিঙ্গা নির্যাতন তদন্তে আইসিসিকে সহযোগিতা করবে না মিয়ানমার


নিউজ ডেস্ক: প্রকাশিত: আগস্ট ৯, ২০১৮, ১০:৩৭ পিএম
রোহিঙ্গা নির্যাতন তদন্তে আইসিসিকে সহযোগিতা করবে না মিয়ানমার

ঢাকা : এবার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে মিয়ানমার।  বৃহস্পতিবার দেশটির স্টেট কাউন্সেলর অফিস থেকে এক বিবৃতি বলা হয়েছে, মিয়ানমার আইসিসির সদস্য নয় এবং তারা রোহিঙ্গা নির্যাতন বন্ধে তদন্তের জন্য আইসিসিকে কোনো ধরনের সহযোগিতা করবে না।

প্রসঙ্গত, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন-নির্যাতন তদন্তে বাংলাদেশ ও মিয়ানমারের কাছে মতামত জানতে আইসিসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। বাংলাদেশ ইতোমধ্যেই সেই চিঠির জবাব দিয়েছে। 

এদিকে এমন এক সময় মিয়ানমার এই বিবৃতি প্রকাশ করলো যখন দেশটিতে সফরে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল। 

বৃহস্পতিবারই মিয়ানমারে পৌঁছানো প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব এম শহীদুল ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং কমিটির সদস্যরাও রয়েছেন। 

সূত্র জানায়, মিয়ানমার আইসিসিকে কোনো ধরনের সহযোগিতা করবে না, এটা অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে যখন মিয়ানমারে বাংলাদেশ প্রতিনিধি দল সফরে গেলেন, ঠিক সেদিনই কেন মিয়ানমার সরকার এ ধরনের একটি বিবৃতি দিলো, সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

তিনদিনের সফরে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের আবাসন সুবিধা, চলাফেরা ও জীবনযাত্রাসহ প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি পরিদর্শন করবেন।

 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর