ইয়েমেনে স্কুল বাসে ক্ষেপণাস্ত্র হামলা, ২০ শিশু নিহত


নিউজ ডেস্ক: প্রকাশিত: আগস্ট ৯, ২০১৮, ০৫:২৮ পিএম
ইয়েমেনে স্কুল বাসে ক্ষেপণাস্ত্র হামলা, ২০ শিশু নিহত

গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে সাম্প্রতিক সময়ে সবথেকে বড় নাশকতার ঘটনা ঘটেছে৷ রেডক্রশ সোসাইটির দাবি, একটি স্কুলবাসে হামলা চালানো হয়৷ তাতে অন্তত ২০ জন শিশুর মৃত্যু হয়েছে৷ যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বার্তায় উঠে আসছে নিহতের সংখ্যা আরও বেশি৷ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি- তাদের রিপোর্টে লিখেছে, নিহত কমপক্ষে ২০ শিশু৷ আরও মৃত্যুর আশঙ্কা থাকছে৷

আল জাজিরার খবরে বলা হয়েছে, মৃত শিশুদের বয়স ১০ বছরেরও কম৷ আহত আরও অনেকে৷ অভিযোগ, সৌদি আরব থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ওই স্কুল বাসে৷ তারপরেই হয় প্রবল বিস্ফোরণ৷পরে সেই বাস থেকে আধপোড়া মৃতদেহ উদ্ধার করা হয়৷ যদিও এসব খবরের ভিত্তি নিয়ে প্রশ্ন থাকছে৷

২০১৫ সাল থেকে ইয়েমেন শুরু রাজনৈতিক সংকট ও গৃহযুদ্ধ৷ এতে ইয়েমেনের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট মনসুর আল হাদিকে সরিয়ে ক্ষমতা দখল করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী৷ তার পর থেকে ইয়েমেনে তারাই ক্ষমতায় রয়েছে৷ এদিকে মনসুর হাদি সৌদি আরব ও তাদের জোট সেনার সাহায্যে পরে ফিরে আসেন দেশে৷ তবে তিনি এডেন বন্দরের কাছেই তার সরকারের কেন্দ্র তৈরি করেছেন৷ রাজধানী সানা শহর এখনও হুথিদের দখলে৷

হুথিদের বিরুদ্ধে লাগাতার সেনা অভিযান চালাচ্ছে সৌদি জোট৷ হুথিদের সমর্থন করছে ইরান৷ এর জেরে মুসলিম বিশ্ব আড়াআড়ি ভাবে বিভক্ত৷

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর