বৃষ্টিতে ভেসে গেল ২টি পাকা বাড়ি (ভিডিওসহ)


নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০১৮, ০৮:৪৭ পিএম
বৃষ্টিতে ভেসে গেল ২টি পাকা বাড়ি (ভিডিওসহ)

টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত ভারতের বাঁকুড়া শহর।  সোমবার দুপুরের পর থেকে বাঁকুড়া শহরের উপর দিয়ে বইতে শুরু করে পানি।  দুপুর ২টার দিকে পানির তোড়ে ভেঙে গেল দুইটি পাকা দোতলা বাড়ি।

ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মা ও মেয়ে।  রোববার রাত থেকে টানা প্রবল বৃষ্টিতে সোমবার গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর নদে জল প্রবল বেগে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। একটি খালের ধারের ওই বাড়িটি প্রথমে হেলে পড়ে। এর ফলে বাঁকুড়ার শহর লাগোয়া জুনবেদিয়া, শালবনি, রাওতোড়া বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জ প্লাবিত। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। এরইমধ্যে কেশিয়াকোল এলাকা ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।

বাড়ির এক নারী সদস্য ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে নিজের শেষ খড়কুটোটুকু বাঁচানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের এখন প্রবেশে নিষেধাজ্ঞা জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

অন্যদিকে, সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে মাইকে চলছে প্রচার। উদ্ধারে নামানো হতে পারে নৌকা।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর