প্রতিশোধ নিতে প্রায় ৩শ’ কুমির হত্যা


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ০৪:৪৬ পিএম
প্রতিশোধ নিতে প্রায় ৩শ’ কুমির হত্যা

এক ব্যক্তিকে কুমির মেরে ফেলার প্রতিশোধ নিতে স্থানীয় উত্তেজিত জনতা প্রায় ৩০০টি কুমিরকে মেরে ফেলেছে। গত শনিবার ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে নিহত ওই ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার দিন এ ঘটনা ঘটে। 

রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সুগিতো (৪৮) নামের এক ব্যক্তি একটি কুমিরের খামারে গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য গেলে কুমির প্রথমে ওই ব্যক্তির পায়ে কামড় দেয়। এরপর লেজ দিয়ে আঘাত করে। এতে ওই ব্যক্তির প্রাণহানি ঘটে। 

ঘটনার পর নিহত সুগিতোর স্বজন ও স্থানীয়রা উত্তেজিত হয়ে খামারের পাশে থানায় গিয়ে প্রতিবাদ জানান। খামার কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সম্মতও হয়। কিন্তু কয়েকশ উত্তেজিত জনতা এতে সন্তুষ্ট না হয়ে খামারের দিকে ছুরি, রামদা নিয়ে অগ্রসর হয়। এরপর তারা খামারের প্রায় ৩০০ টি কুমিরকে মেরে ফেলে। চার ইঞ্চি লম্বা শিশু কুমির থেকে দুই মিটার লম্বা বয়স্ক কুমির কোনোটাই বাদ যায়নি।

 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর