মিয়ানমারে খনি ধসে নিহত ১৫, আহত অর্ধশতাধিক


প্রকাশিত: জুলাই ১৪, ২০১৮, ০৯:২০ পিএম
মিয়ানমারে খনি ধসে নিহত ১৫, আহত অর্ধশতাধিক

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যে খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। শনিবার উত্তরাঞ্চলের হপকান্ত পান্না খনিতে ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিযেছে, খনির একটি ঢালে স্থানীয়রা মূল্যবান পান্নার সংগ্রহে অনুসন্ধান করার সময় ভূমিধস হয়েছে। এতে অন্তত কাদামাটির নিচে চাপা পড়ে ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর অনুসন্ধান কাজ বন্ধ করা হয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনও এলাকার কেউ নিখোঁজ থাকলে তা প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। 

অন্যদিকে ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেমটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির স্থানীয় এক নেতা।

দারিদ্র কবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায় দেশটির প্রধান পান্না খনি অবস্থিত। চীন সীমান্তের কাছে কাচিনের এই অঞ্চলটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট পান্না পাওয়া যায়। 

 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর