পাকিস্তানে শিখ পুলিশ সদস্যকে সপরিবারে বাড়ি থেকে উৎখাত 


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ১২, ২০১৮, ০৩:৩৭ পিএম
পাকিস্তানে শিখ পুলিশ সদস্যকে সপরিবারে বাড়ি থেকে উৎখাত 

পাকিস্তানে এক শিখ পুলিশ সদস্যকে সপরিবারে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুলাব সিং শাহিন নামের এই শিখ পুলিশের দাবি, সরকারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই উৎখাত। ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে তিনি এ কথা জানান। 

ওই শিখ পুলিশের ভিডিওকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘ইভাক্যুয়ি ট্রাস্ট প্রপার্টি বোর্ড (ইটিপিবি)’ লাহোরের নিজ বাড়ি থেকে ওই শিখ পুলিশকে পরিবারসহ উৎখাত করেছে।  

গুলাব সিং শাহিন জানান, তার ঘরে জোর করে প্রবেশ করা হয়েছে। তার পাগড়িও খুলে নেয়া হয়েছে।ইটিপিবি’র সচিব তাকে মারধর করেছেন। 

তিনি জানান, ১৯৪৭ সাল থেকে তার পরিবার পাকিস্তানের লাহোরে বসবাস করে আসছে।

 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর