গাড়ি দেয়নি হাসপাতাল তাই মোটরসাইকেলে নিতে হলো মায়ের লাশ


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ১১, ২০১৮, ০৭:৫৮ পিএম
গাড়ি দেয়নি হাসপাতাল তাই মোটরসাইকেলে নিতে হলো মায়ের লাশ

ওড়িশার দানা মাঝির ঘটনা সবারই জানা। যে ঘটনা গোটা দেশের চিকিৎসা ব্যবস্থার করুণ দশা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল। লজ্জায় ফেলেছিল মনুষ্যত্বকে। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স না পাওয়ায় এবং সঙ্গে টাকা না থাকায় কয়েক কিলোমিটার স্ত্রীর লাশ কাঁধে করে হেঁটেছিলেন স্বামী। ঠিক এই রকম আরও একটি ঘটনা ঘটে বেঙ্গালুরুর আনেকালে। যেখানে এক সরকারি হাসপাতাল অ্যাম্বুলেন্স না দেয়ায় তিন বছরের ছেলের লাশ মোটরসাইকেলে করে বাড়ি নিয়ে যান বাবা।

এবার একই রকম আরও একটি ঘটনা ঘটলো ভারতের মধ্যপ্রদেশে।

হাসপাতাল থেকে লাশ বহনকারী গাড়ি পাঠাতে অস্বীকার করায় মায়ের লাশ মোটরসাইকেলে বসিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ছেলে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের টিকামগড়ের মোহনগড়ে।

স্থানীয় পুলিশ জানায়, রোববার (৮ জুলাই)  মস্তাপুর গ্রামের বাসিন্দা কুনওয়ার বাই নামে এক নারীকে সাপে কামড় দেয়। পরে তাকে মোহনগঞ্জে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে পরিবারের পক্ষ থেকে জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়। অভিযোগ হাসপাতাল থেকে লাশ বহনকারী গাড়ি পাঠাতে অস্বীকার করলে লাশ নিয়ে নিহতের ছেলে রাজেশ ও পরিবারের সদস্যরা মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ঘটনা সম্পর্কে তিনি জানতেন না বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তা এস কে আহিরওয়ার।

ঘটনাটি নিয়ে ইতোধ্যেই সমালোচনা শুরু করেছেন অনেকে। একবিংশ শতাব্দীতেও দেশের প্রত্যন্ত এলাকায় চিকিৎসার নূন্যতম সুবিধা না পাওয়ার ছবিটা নির্লজ্জভাবে সামনে চলে এল এই ঘটনায়। গাড়ি না পাওয়ায় নিজের মায়ের লাশ মোটরসাইকেলে বসিয়ে হাসপাতালে নিয়ে যেতে হলো ছেলেকে।

সূত্র-হিন্দুস্তান টাইমস

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর