অজগরের পেট চিরে মিললো নারীর দেহ


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুন ১৭, ২০১৮, ০৩:৩৪ পিএম
অজগরের পেট চিরে মিললো নারীর দেহ

৫৪ বছর বয়স্ক ওয়া তিবা। গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার এ নারী বাগানে কাজ করতে গিয়ে নিখোঁজ হন। চারদিকে রব পড়ে তার সন্ধানে। অবশেষে স্থানীয় অধিবাসীরা তাকে ১৯ ফুট লম্বা এক অজগরের পেট থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর স্কাই নিউজ।

স্কাই নিউজের প্রতিবেদনে জানা যায়, দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার মুনা দ্বীপে বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন ওয়া তিবা। সবরকম চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এরপর শতাধিক গ্রামবাসী তাকে খুঁজতে চিরুনি অভিযান চালায়। একপর্যায়ে বাগানে তার স্যান্ডেল ও ফ্ল্যাশলাইট খুঁজে পায় গ্রামবাসী। এর একটু দূরে পেট ফুলে থাকা বিশাল এক অজগর সাপ দেখতে পায় তারা। তখনই গ্রামবাসীর সন্দেহ হয়। এরপর সাপের পেট ফেঁড়ে দেখা যায় ওই নারীকে আস্ত গিলে ফেলেছে সাপটি। নারীর মাথার অংশ সাপটি প্রথমে পেটে ঢুকায়। পরে শরীরে বাকি অংশও গিলে ফেলে।

গ্রামপ্রধান ফারিস জানায়, যখন তারা সাপটির পেট চিরে তিবার শরীর বের করে আনছিল, তখনও তার শরীর অখণ্ডিত ছিল।

স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, স্থানীয় মানুষ সন্দেহ করেছিল যে সাপটি তিবাকে খেয়ে ফেলেছিল। তাই, তারা সাপটিকে মেরে বাগানের বাইরে নিয়ে আসে। সাপের পেট চিরে দেখা যায় নারীর শরীরটি।
 
খোঁজ নিয়ে জানা যায়, বাগানটি একটি পাথুড়ে পাহাড়ের পাদদেশে ছিল। জায়গাটি সাপের আখড়া ছিল বলে স্থানীয়রা জানান।

ইন্দোনেশিয়া, ফিলিপাইনে প্রায়ই গবাদিপশুসহ বিভিন্ন জীবজন্তু খেয়ে ফেলে বিশালাকার অজগর সাপ। কিন্তু মানুষের পুরো শরীর গিলে ফেলার ঘটনা বিরল। গেলো বছরের মার্চেও ইন্দোনেশিয়ার সোলাওয়েসি দ্বীপের স্যালুবিরো গ্রামের এক কৃষক অজগরের আক্রমণে নিহত হন।


গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর