মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৫, ২০১৮, ১১:৪৫ এএম
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদ

সৌদি আরবসহ গোটা মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর। বৃহস্পতিবার (১৪ জুন) সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার (১৫ জুন) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। 

সাধরণত সৌদি আরবের পরদিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক আহ্বান করেছে।

সৌদি আরবের দ্য মাজমা ইউনিভার্সিটির টেকনিক্যাল ও প্রশাসনিক অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কমিটি বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা তিনটা থেকে পর্যবেক্ষণ শুরু করে। পরে তারা রাজধানী রিয়াদ থেকে ২৭ কিলোমিটার দূরে দক্ষিণপশ্চিমের হাওতাত সুদাইরে সন্ধ্যায় চাঁদ দেখা গিয়েছে বলে জানায়।

কমিটির পরিচালক ইসলামিক স্কলার আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী কমিটি বুধবার ভোরে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পায়নি। ফলে বৈজ্ঞানিক গণনায় বৃহস্পতিবার সূর্যদয়ের ২৬ মিনিট পরে শাওয়াল মাস শুরু হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

এর আগেই অবশ্য সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর প্রথম দেশ হিসেবে চাঁদ দেখার কথা জানায়।

তবে ভারত ও পাকিস্তানে বৃহস্পতিবার শাওয়াল মাসের কোনো চাঁদ দেখা যায়নি। ফলে এসব অঞ্চলে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। একইভাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুসলিমরা শনিবার ঈদ উদযাপন করবেন।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর