বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজে আগুন(ভিডিও) 


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৪, ২০১৮, ০৭:২৪ পিএম
বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজে আগুন(ভিডিও) 

বঙ্গোপসাগরে ভাসমান একটি পণ্যবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের মধ্যে আটকেপড়া ২২ নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে জাহাজে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।
 
ভারতের উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, স্যান্ডস হেড থেকে ৫৫ নটিক্যাল মাইল দূরে ‘এমভি এসএসএল কলকাতা’ নামের একটি জাহাজে আগুন লাগে। জাহাজটিতে কন্টেইনার ভরা ছিল। বুধবার রাত ১২টার দিকে জাহাজটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৪ জুন) সকাল ৮টা নাগাদ জাহাজের কাছে পৌঁছে যায় ভারতের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘রাজকিরণ’। আকাশপথে নজরদারি চালাতে হলদিয়া থেকে যায় উপকূলরক্ষী বাহিনীর ডরনিয়ার বিমান।

প্রাথমিকভাবে ১১ জনকে উদ্ধার করা হয়। এরপর দুপুরে সব ক্রু-মেম্বারকেই উদ্ধার করে নিয়ে আসা হয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে।

আগুনের জেরে ইতিমধ্যেই ওই জাহাজের ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর